প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
মধুপুরে শিল্পাঞ্চলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে
    
 
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মধুপুরে গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। ওই গ্যাস ব্যবহার করে মধুপুরে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। শিক্ষার প্রতিযোগিতার এই শহর মধুপুরে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আমি একজন ত্যাগী নেতা হিসেবে দলের কাছে মনোনয়ন চাচ্ছি। আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি নির্বাচিত হয়ে প্রথমে এই তিনটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।
তিনি গতকাল রোববার মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক জনসভায় এই প্রতিশ্রুতি দেন। 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাবেক নেতা মো: আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ পান্না,  জয়নাল আবেদীন বাবলু,  মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সরকার,  মনিরুজ্জামান সরকার মনিসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। 
দিনে আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। আর সেই সরকারের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে মিলেমিশে সুন্দর একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া হবে। 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com