প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
নাগরপুরে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে  সিসি (আইপি) ক্যামেরা বিতরণ
    
আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে নাগরপুর উপজেলায় প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও সার্বক্ষণিক তদারকি জোরদারের লক্ষ্যে ১০০টি আইপি (সিসি) ক্যামেরা বিতরণ করেন নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান (আতিক)।
তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ যাতে শান্তি-শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এরই ধারাবাহিকতায় মন্দিরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আইপি ক্যামেরা বিতরণ করা হলো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হবি), নাগরপুর থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আহ্বায়ক মোঃ রফিজ উদ্দিন ও নাগরপুর থানার আহ্বায়ক বাবু শিব শংকর সূত্রধর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ঝুটন কুমার সাহা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু,
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির প্রমুখসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর শাখার সদস্যবৃন্দ।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com