প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ও সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু জব্দ করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী এবং ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় ত্রিশাল উপজেলার কানিহারী এবং বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নৌকা দিয়ে বালু উত্তোলনকারীগণ মোবাইল কোর্টের উপস্থিতি দেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। কানিহারী ইউনিয়নের বাঁরইগাও নামক জায়গা থেকে উত্তোলিত অবৈধ বালু জব্দ করে বড়মা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য প্রদান করা হয় এবং মরাখোলা, বালিপাড়া থেকে জব্দকৃত বালু বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনের নিচু জায়গা ভরাট করার জন্য প্রদান করা হয়।
এছাড়াও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত রাস্তা কেটে দেয়া হয়েছে এবং প্রবেশপথ বন্ধ করে সাইনবোর্ড দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে যে বা যারা অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করবে সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এরকম মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com