প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কালিহাতীতে জামায়াতের সমাবেশ ও মিছিল
    
টাঙ্গাইলের কালিহাতীতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডের পুলিশ বক্স সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধের বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসময় উপরোক্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে আগত নেতাকর্মীরা ব্যানার, দলীয় প্রতীক ও স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল বের হয়ে পুরাতন ভূঞাপুর রোড প্রদক্ষিণ করে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে যায় এবং সেখান থেকে কলেজ মোড় চত্বরে ফিরে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা সেক্রেটারী এস এম এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা নায়েবে আমীর এবং টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, সাবেক উপজেলা সেক্রেটারি হাফিজ উদ্দিন আকন্দ, এলেঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারী রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে একটি গোষ্ঠী জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে। কিন্তু জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না। পিআর পদ্ধতিতে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সময়ের দাবি। জুলাই ঘোষণা ও জুলাই সনদ বলতে শুধু মুখের বুলি নয়, বাস্তবায়ন দেখতে হবে।”
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com