প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
নতুন কুড়ি বাছাই পর্বে  মধুপুরের ১০ জন ইয়েস কার্ড পেয়েছে
    
দেশব্যাপী নতুন কুড়ি প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চলে অংশ নিয়ে মধুপুরের দশজন ইয়েসকার্ড পেয়েছে। নতুন কুঁড়ি'-২০২৫
দেশব্যাপী প্রাথমিক বাছাই পর্বের ধারাবাহিকতায়  ময়মনসিংহ অঞ্চলে ছয়টি জেলা নিয়ে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক বাছাইপর্বে "মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার" ১০ জন প্রতিযোগী উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে  মোট ১৫ টি  "ইয়েস কার্ড" পেয়ে উত্তীর্ণ হয়েছে। মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  ইয়েসকার্ড প্রাপ্তরা হলেন জান্নাতুল করবী- উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, শাইয়ারা তসনিম-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, খ্রিষ্টি চাম্বুগং -উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, নন্দিনী দেবনাথ -উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, অয়ারিশা ওড়না -উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, মৌমিতা জাম্বু গং -সাধারণ নৃত্যে, আদিবা চৌধুরী অঙ্কিতা -সাধারণ নৃত্যে, শ্রদ্ধা সাহা -সাধারণ নৃত্যে, মারিয়া নকরেক -সাধারণ নৃত্যে, মায়মনা -সাধারণ নৃত্যে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com