প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
সন্তোষ কাগমারি থেকে পাকিস্তানকে ”ওলাইকুম সালাম” বলেছিলেন মওলানা ভাসানী-- সুলতান সালাউদ্দিন টুকু
    
 
টাঙ্গাইল প্রতিনিধি। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী হুজুর এই কাগমারি থেকে পাকিস্তানিদেরকে বলেছিলেন ওলাইকুম সালাম। ভাসানী হুজুরের মাজারে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান সব সময় জিয়ারত করতেন। ধারাবাহিকতা বজায় আমরা রেখেছি। 
শনিবার বিকালে টাঙ্গাইলের সন্তোষ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর ও তার সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগদানের পূর্বে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাজার জিয়ারত শেষে বেগম আলেমা খাতুন ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,  সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ ভাসানী অনুসারীরা।
আলোচনা সভা শেষে ৭জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com