প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
মির্জাপুরে মানবাধিকার কমিশনের নবগঠিত কমিটির সদস্যদের শপথ ও পরিচিতি সভা

বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পৌর সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। \
দুই বছর মেয়াদী ৫৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. লাভলু সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান তপন, অর্থ সম্পাদক আবু রায়হান খান, মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম সিদ্দিকী, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক রেমন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com