প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

তারুণ্যের উৎসব উদযাপন লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ১৩ অক্টোবর(সোমবার) বিকেলে শহরের আদালতপাড়া পুকুর পাড়ে ৪০জন সাঁতারু নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোতোষ ঘোষ ও হাছিনা আক্তার, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাভলী আক্তার, রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তৌহিদা বেগম ও রসুলপুর বাসিরুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় সদর উপজেলার সাঁতার প্রশিক্ষণের দায়িত্বে আছেন কোচ আনিসুর রহমান আলো ও বিপ্লব দাস।
উল্লেখ্য মাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পেলো প্রতিযোগিতা-২০২৫ অংশগ্রহণের উদ্দেশ্যে ৪০জন সাঁতারুকে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে।
বিভিন্ন ইভেন্টের সাঁতার গুলো হলো ৫০,১০০,২০০,৪০০,৮০০,১৫০০ মিটার ফ্রি স্টাইল, ৫০,১০০,২০০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০,২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০, ১০০,২০০ মিটার বাটার ফ্লাই, ২০০, ৪০০ ও ১৪০০ ফ্রি স্টাইল রীলে, ১৪০০ মিটার ফ্রি স্টাইল মিক্সড রীলে এবং ১,৩ ও ৫ মিটার স্প্রিং বোর্ড ভাইভিং সাঁতার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com