প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2025 ইং
গোয়ালভিটা ইয়াং স্টার ক্লাব এর উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত
    
টাঙ্গাইলের মধুপুরে গোয়ালভিটা ইয়াং স্টার ক্লাব এর উদ্যোগে  এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬অক্টোবর)  বিকালে গোয়ালভিটা স্কুল  মাঠে উপজেলার  আলোকদিয়া  ইউনিয়ন যুব দলের উদ্যােগে এ ফাইনাল খেলা  আয়োজন  করা হয়।
এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়।মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক  হযরত আলী শেখ  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মধুপুর উপজেলা  বিএনপি সাধারণ সম্পাদক, নাছির উদ্দিন, অন্যন্যের মধে উপস্থিত ছিলেন  আলোকলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাবুল, আলোদিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক চাঁন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হক,পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণত সম্পাদক আবু সাইদ,পৌর ছাত্র দলের আহ্বায়ক সঞ্চয় সিংহ পৌর ছাত্র দলের সদস্য সচিব সাবিবর হাসান, প্রমূখ।
ফাইনাল  ফুটবল ম্যাচে আকাশী  একাদশ, টিকরী একাদশকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় উভয় দলকে ম্যাডেল, ও ক্রেস্ট  তুলে দিয়ে সম্মানিত করেন আয়োজক কমিটির পক্ষ থেকে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com