প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
দেশে বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: অব: কর্নেল আজাদ॥
    
আমাদের দেশে আর্থিক ও সামাজিক জীবনে বেকারত্ব একটি প্রধান সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়াটা বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। তাই আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে বেকারত্বের সমস্যা নিরসন ঘটবে বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
তিনি শনিবার (১৮অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বয়েল মোড় ও মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগনের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরাও বলেন, দেশে আগামী দিনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সমৃদ্ধির দেশ গড়ে উঠবে। থাকবে না কোন বেকারত্ব সৃষ্টি হবে বহুমূখী কর্মসংস্থানের। তাই আগামী দিনে সকল কে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে কাজ করার আহবান জানান।
মত বিনিময় সভায় মধুপুর উপজেলা ছাত্র দলের সাবেক নেতা মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় পালবাড়ী এলাকার সাবেক ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরোও বক্তব্য দেন, মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা গোলজার হোসেন, আক্তার মিয়া, বদরুল আলম , মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেনসহ অন্যান্যরা।
এসময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার বিকেলে কর্নেল আজাদ মধুপুর পৌরসভার নরকোনা এলাকায় ক্যান্সারে আকান্ত স্কুল পড়ুয়া ছাত্রী অসহায় আঁখি আক্তারের চিকিৎসার দায়িত্ব নেন।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com