প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
করটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে সন্ত্রাসী হামলা ও স্বর্ণ লুটের ঘটনায় প্রতিবাদ সভা
    
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারের উপর সন্ত্রাসী হামলা, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে করটিয়া বাজারে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও স্বর্ণকার সমিতির নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন শেষে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর সভাপতি অধ্যাপক জাহানুর চৌধুরীসহ অন্যরা।
স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতা জিএস বাবুল ও স্বর্ণকার সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সভায় বক্তারা বলেন, স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা এবং স্বর্ণ ও টাকা লুটের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, লুট হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারের দাবী জানান।
উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৯টায় টাঙ্গাইলের করটিয়া ইউনিয়ন বাজারে দোকান বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকার বাড়ি ফিরছিলেন। এ সময় করটিয়া সা’দত বাজার দুর্গা মন্দিরের সামনে একটি প্রাইভেটকারযোগে আসা একদল দুর্বৃত্ত বিপ্লব কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত বিপ্লব কর্মকারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com