প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
শিক্ষার্থী ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ

টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলার প্রজেক্ট অফিস, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যেগে জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী ও কৃষক এসোসিয়েশনের দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এ সহায়ক উপকরণ প্রদান করা হয়। এসময় প্রত্যেককে একটি স্কুল ব্যাগ,১টি জ্যামিতি বক্স, ৫টি অংক খাতা, ৬টি কলম ও নগদ ৫০০/-টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় ৪৯জন শিক্ষার্থীর মাঝে এর উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান, প্রকল্প সমন্বয়কারী, মোঃ মিলন চৌধুরী সেডিপ প্রকল্প মোঃ এরশাদুন্নবী, এমএফপি, বাংলা- জার্মান সম্প্রীতি( বিজিএস), টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। এছাড়া মোঃ মনিরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার(কৃষি), শেখর মিত্র বড়ুয়া, সহকারী হিসাব রক্ষক, মোঃ সুরুজ মিয়া, প্রোগ্রাম অফিসার- ইন্সটিটিউশন বিল্ডিং, মোঃ শফিকুল ইসলাম ও মোছাঃ হ্যাপী আক্তার এস ডব্লিউ, বিজিএস উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com