
টাঙ্গাইলের বাসাইলে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ‘মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে কাউলজানী বোর্ড বাজারের খান সুপার মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সামছুল আলম, সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আশেকুল হাসান, কুমুদিনী সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব প্রমুখ। অনুষ্ঠানে এলাকা ছাত্র-যুবকসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, কাউলজানী ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাদকের সয়লাভ। এ এলাকার অসংখ্য উঠতি বয়সী তরুণ ও যুবকরা দিন দিন মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরির উপদ্রব বেড়েই চলছে। মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন বাড়ির টিউবওয়েলের মাথাও চুরি হচ্ছে। মাদকের সঙ্গে এক ইউপি সদস্যসহ প্রভাবশালী একটি মহল জড়িত রয়েছে বলে দাবি করেন বক্তারা। মাত্র গুটিকয়েক কয়েক প্রভাবশালী ব্যক্তির কাছে পুরো এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। মাদকের মূলহোতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে মাদকের বিস্তার ও এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। এজন্য স্থানীয়রা মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ মাদকরোধে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
অতিথিরা এ ইউনিয়নে মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।