প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত “নারী উদ্যোক্তা মেলা
    
জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “নারী উদ্যোক্তা মেলা ২০২৫”। গতকাল বুধবার ২২ অক্টোবর উপজেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের যৌথ আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, সরিষাবাড়ী, জামালপুরের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রবাস চন্দ্র রায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান মোঃ মোহছেন উদ্দিন। মেলার সার্বিক সঞ্চালনা করেন মোহাম্মদ মামুন হোসেন, প্রশিক্ষণ কর্মকর্তা, নারী উদ্যোক্তা বিকাশ প্রকল্প।
দিনব্যাপী এই মেলায় ২৪টি স্টল অংশগ্রহণ করে, যেখানে স্থানীয় নারী উদ্যোক্তারা প্রদর্শন করেন তাঁদের তৈরি হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্য, সৌন্দর্যচর্চার সামগ্রী এবং নানাবিধ গৃহস্থালি পণ্য। মেলায় আগত দর্শনার্থীরা স্থানীয় নারীদের তৈরি সৃজনশীল ও মানসম্মত পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে এমন মেলা একটি কার্যকর ভূমিকা রাখে। এই ধরনের উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান, আর্থিক স্বাবলম্বিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়ক হবে। তাঁরা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে, যাতে নারীরা তাঁদের মেধা ও পরিশ্রম দিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
মেলাটি শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে প্রশংসাপত্র ও সনদ প্রদান করা হয়। সামগ্রিকভাবে এই “নারী উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেন। 
দ্বিতীয় পর্যায়ে স্থানীয় শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com