প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
মাওলানাভাসানীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজিইবিভাগে সেমিনারঅনুষ্ঠিত
    
মাওলানাভাসানীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘সোলভিং দ্যা ডুয়েল প্রবলেমস অব ফুড স্টোরেজ এন্ড ক্লাইমেট চেন্জ: এ সাকসেস স্টোরিইনভলভিং দ্যা স্ট্রেনথ অবরুরালবাংলাদেশ’শীর্ষক সেমিনারঅনুষ্ঠিতহয়েছে। ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার) তারিখসকাল ১১ টায়বিভাগেরসভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারেপ্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেনভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মোঃআনোয়ারুলআজীমআখন্দ।
গবেষণাপ্রবন্ধ উপস্থাপনকরেনজিন ও পরিবেশবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
ড. আবেদ বলেন,আমি কে, কোথা থেকে এসেছি? এই প্রশ্ন আমাকে গবেষণার অনুপ্রেরণা জুগিয়েছে। আমার পূর্ব পুরুষদের বংশধারা জানা হচ্ছে আমার বংশ গতিবিদ্যার প্রথম সূচনা। পৃথিবীতে কিছু মানুষ বেসুরা গান গায় কেউ শিল্পী মতো। অনেকে আমার পঞ্চব্রীহি জাত উদ্ভাবনের সময় বলেছিলেন দ্বিতীয় ফলনে আগের চেয়ে কম ফলন হয়। আমিবললাম, হয়তো যে গবেষক এটা বলেছেন উনার জাতে এমনটা হয়েছে কিন্তু আমার উদ্ভাবিতজাতে তো এমনটা হয় না। মানুষকে বিজ্ঞানের কাছাকাছি রাখতে হবে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞানী হয়ে যাবে।
বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিনপ্রফেসর ড. মোঃআবুজুবাইর। অনুষ্ঠানেরসভাপতিত্ব করেনবিভাগের চেয়ারম্যারপ্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মোঃশাহ্আদিলইশতিয়াকআহমদ।
সেমিনারেবিভাগেরশিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণঅংশগ্রহণকরেন।
 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com