প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
মধুপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
    
 
টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। সভায় বাল্য বিবাহ রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয়  পদক্ষেপসহ নানা বিষয় আলোকপাত করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. সাইদুর রহমান,মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর , বীর মুক্তিযোদ্বা আব্দুস সামাদ তালুকদার , উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার  মো. শফিকুল ইসলাম, সমাজেসেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিথি ও জনপ্রতিনিথি উপস্থিত ছিলেন।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com