প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
    
 টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নজরুল সেনার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল।
নজরুল সেনার সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান খান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান (আনিস) এবং শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন,খেলাধুলা শুধু আনন্দই নয়,তরুণদের শৃঙ্খলা আতœবিশ^াস এবং সুস্থ জীবনযাপনের গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। প্রশাসন সবসময় ইতিবাচক ক্রীড়া আয়োজনের পাশে আছে এবং থাকবে।
প্রতিযোগিতায় উপজেলার  বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে চৌধুরীবাড়ী পুকুড়ঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় জমে। আয়োজকরা জানায়,খেলাধুলার চর্চা বাড়াতে এবং স্থানীয় প্রতিভাবান সাতারুদের তুলে ধরতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com