
টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন করা হয়েছে।
গত ২৯ অক্টোবর বুধবার উপজেলা যুবদলের আয়োজনে দিনব্যাপী কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বৃক্ষরোপণ, দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা, নারান্দিয়া কলেজ মাঠে বৃক্ষরোপণ, সল্লা ইউনিয়ন ও গোহালিয়াবাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, বকুল মিয়া, নুরুজ্জামান আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদ, দুর্গাপুর ইউনিয়নের সভাপতি ইয়াহিয়া আকন্দ ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন তালুকদার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।