প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2025 ইং
সখীপুরে মাদকের বিরুদ্ধে ওসির হুঁশিয়ারি: মাদক ছাড়বে, না হয় এলাকা ছাড়বে

টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মাদক ব্যবসায়ীরা মাদক ছাড়বে, তা না হলে এলাকা ছাড়বে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার প্রতিমা বংকী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এলাকাবাসী আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, ধর্ষণ, চুরি ও সন্ত্রাস বিরোধী ওই সমাবেশে তিন শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে উপস্থিত জনতাকে উদ্দেশ করে ওসি আবুল কালাম ভূঞা বলেন, আমরা কি মাদকের বিরুদ্ধে সবাই আছি? এ সময় সমবেত জনতা হাত তুলে সম্মতি দেন। ওসি বলেন, যেহেতু আপনারা ওয়াদা দিয়েছেন, তাই আজকের পর থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ওরা মাদক ছাড়বে, না হয় এলাকা ছাড়বে। মাদক না ছাড়লে এলাকা ছাড়া করব আমরা সবাই মিলে। কোনো অবস্থায়ই সে এলাকায় থাকবেনা, কোনো মাদকসেবী এই এলাকায় থাকবেনা। মাদক বিক্রির সময় পীঠমুড়া দিয়ে বেঁধে রাখবেন, খবর দিবেন আমি এসে ধরে নিয়ে যাবো।
ওসি আরও বলেন, মাদক ও চুরি ঠেকাতে সামাজিক আন্দোলন খুবই প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে দেখবেন এক সপ্তাহের মধ্যে সমাজের আমূল পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন, অনেকেই পুলিশের সীমাবদ্ধতা জানেনা। যার প্রয়োজন যেটা সবকিছু পুলিশের কাছে আশা করে। কিন্তু পুলিশেরও যে আইন প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে এটা জানেনা। এরপরও বলে যাচ্ছি- যেকোনো সমস্যায় যাবেন, আমার যতোটুকু সক্ষমতা আছে সর্বোচ্চটা দিয়ে সমাধানের চেষ্টা করব।
সুধী সমাবেশে সখীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ গফুরের সভাপতিত্বে বক্তব্য দেন, উদয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি সোহরাব আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম, লাল মিয়া, সাবেক ইউপি সদস্য জিন্নাত আলী, আলতাব হোসেন, বিএনপি নেতা সামছুল আলম, সালমান কবির, সাংবাদিক সাইফুল ইসলাম সানি, যুব আন্দোলন নেতা আবু রায়হান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com