প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
টাঙ্গাইলের ৭ আসনে ভাগ্য খুলেছে যাঁদের

টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে গঠিত আটটি আসন। এই আসনগুলোতে মনোনয়ন পেতে মাঠ চোষে বেরিয়েছেন দুই ডজন নেতা। যাদের মধ্যে রয়েছেন স্থানীয় জনপ্রিয় নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত। তারা জনসমর্থন পক্ষে নেওয়ার জন্য যেমন মাঠে-ঘাটে দৌড়াদৌড়ি করেছেন। করেছেন সভা-সমাবেশ মিছিল। উঠান বৈঠক থেকে শুরু করে তারা বাড়ি বাড়ি জনসংযোগ করেছেন নিত্যদিন। একই সাথে মনোনয়ন তদবিরেও ব্যস্ত ছিলেন তারা। অবশেষে সোমবার বিকেলে ভাগ্য খুলেছে সাত নেতার। কিন্তু টাঙ্গাইল পাঁচ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নেতাদের ভাগ্য ঝুলে গেছে। টাঙ্গাইলের সাতটি আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও টাঙ্গাইল ৫ আসনের নাম ঘোষণা করেননি বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলের সাতটি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন টাংগাইল-১( মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ওরফে স্বপন ফকির।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। টাংগাইল ৩ ঘাটাইল আসনে এনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির। টাংগাইল ৪ কালিহাতী আসনে বিএনপি'র কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান মতিন। টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি'র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রবিউল আওয়াল লাবলু। টাংগাইল ৭ (মির্জাপুর) আসনে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। টাংগাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। মনোনয়ন প্রাপ্ত নেতাকর্মীদের কর্মী সমর্থকরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com