প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
দেলদুয়ারে প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণের উদ্বোধন

" বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে " এই প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের মুরালও স্থাপন করা হয়েছে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা জূথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সরকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ , উপজেলা জামায়াতের আমির মুফতি আল মোমেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান ও বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ববিতা সরকার উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com