প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
টাঙ্গাইলের প্রেয়সী নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন

শিশু কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সঙ্গী বিভাগের ক-গ্রুপে দেশ সেরা হয়েছেন টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী। ৮ বছর বয়সী প্রেয়সী টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুল ও রাখী চক্রবর্তীর কনিষ্ঠ মেয়ে।
প্রেয়সী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট থেকে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি ও তিন লাখ টাকার পুরষ্কার গ্রহণ করেছেন ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টার কার্যালয়ের শাপলা মিলায়নতন থেকে।
শাহীন ক্যাডেটে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু প্রেয়সী টাঙ্গাইলের সঙ্গীত পরিবারের সন্তান। প্রেয়সীর বড় বোন শ্রেয়সী চক্রবর্তী পাঁচবার সঙ্গীতে জাতীয় পুরষ্কার লাভ করেছেন। শ্রেয়সী বর্তমানে আইসিসিআর স্কলারশীপ পেয়ে দিল্লী বিশ্ববিদ্যালয়ে ক্লাসিক্যাল মিউজিকে অধ্যয়ন করছেন। তাদের বাবা সঞ্জয় চক্রবর্তী বাবুল নিয়মিত বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করে থাকেন। মাতা রাখী চক্রবর্তীও একজন ভালো সঙ্গীত শিল্পী।
প্রেয়সীর সফলতায় টাঙ্গাইলের সংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
আনন্দে উদ্বেলিত প্রেয়সীর বাবা সঞ্জয় চক্রবর্তী বলেন, মেয়েরা একদিন সঙ্গীতের মাধ্যমে সর্বমহলের মন জয় করে কালজয়ী সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com