প্রিন্ট এর তারিখঃ Nov 30, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
সখীপুরে ডিজিটাল সুরক্ষা আইন মামলায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে ডিজিটাল সুরক্ষা আইন মামলায় সাবেক যুবদল নেতা (বহিষ্কৃত) সাজ্জাদ হোসেন রবিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত একটার দিকে পৌরসভার জেলখানা মোড় এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রবিন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। কয়েক মাস আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ-পদবী থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ ও দলীয় একাধিক নেতাকর্মী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেন রবিন বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং তাঁর পরিবারকে নিয়ে কটুক্তিমূলক অপপ্রচার চালাচ্ছিলেন। এসব অপপ্রচার নজরে আসায় গত শুক্রবার রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোরশেদুল হক অন্তর বাদী হয়ে রবিনের বিরুদ্ধে ডিজিটাল সুরক্ষা আইনে মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী মোরশেদুল হক অন্তর বলেন, বহিষ্কৃত যুবদল নেতা রবিন শুধুমাত্র ভাইস চেয়ারম্যান আযম খানের বিরুদ্ধেই নয়, বিএনপির বিরুদ্ধেও নানা প্রকার অপপ্রচারে ব্যস্ত থাকেন। এ কারণেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ডিজিটাল সুরক্ষা আইনে করা মামলায় সাজ্জাদ হোসেন রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com