প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
টাঙ্গাইলে ভেটেরিনারি পেশায় আইনগত দক্ষতা ও নৈতিকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ভেটেরিনারি পেশায় আইনগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে টাঙ্গাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে “টাঙ্গাইল ভেটেরিনারি পেশার উন্নয়নে করণীয়” শীর্ষক একটি বিশেষ আলোচনাও হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাস এলাকায় চিকলি রেস্টুরেন্টে টাঙ্গাইল ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মো. শহিদুল আলম, ডা. মো. নুরুল ইসলাম, ডা. রজনী আক্তারসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. হেলাল উদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন ডা. ইমরান হাসান লিংকন। প্রধান উপস্থাপক হিসেবে বক্তব্য দেন ডা. গোপাল চন্দ্র বিশ্বাস।
সভায় বক্তারা ভেটেরিনারি পেশায় আইনগত সক্ষমতা, পেশাগত নৈতিকতা, পেশাজীবীদের দায়িত্ব ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি টাঙ্গাইলে ভেটেরিনারি সেবা উন্নত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও করণীয় দিক নিয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভেটেরিনারি পেশাজীবী ও দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com