প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
ভূঞাপুরে কষ্টাপাড়া সিনিয়র দাখিল মাদ্রাসার ৪র্থ তলা ভবন উদ্বোধন

ভূঞাপুরে কষ্টাপাড়া সিনিয়র দাখিল মাদ্রাসার ৪র্থ তলা ভবনের মঙ্গলবার (১৮ নভেম্বর) শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন, এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান মিন্টু, রফিকুল ইসলাম রবি, মোঃ কোরবান তালুকদার, অধ্যক্ষ আব্দুছ ছাত্তারসহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত গ্রামীন পরিবেশে ছোট একটি ঘরে এ মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছিল। সময়ের ব্যবধানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় ২,৯৩,৪৪,৯৬৬১.৮৭ টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মাণ করা হয়। এতে সুন্দর পরিবেশে ছাত্ররা শিক্ষা অর্জণ করতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান ৪র্থ তলা ভবনের উদ্বোধন কালে বলেন“ এ মাদ্রাসায় আসা যাওয়া করার জন্য রাস্তার সমস্যা, নিরাপত্তা প্রাচীর সহ যে সকল সমস্যা রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com