প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
মির্জাপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল সোমবার মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর ও কর্মচারীগণ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব-১৪ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর টিম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com