প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাফর ইকবাল, উপজেলা একাডেমকি সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে অদম্য নারী পুরষ্কার ২০২৫ এর আওতায় ৫জনকে পুরষ্কৃত করা হয়। সফল জননী হিসেবে সম্মাননা লাভ করেন মিনু মৃ। নির্যাতনের দুু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মাননা পান মুন্নি। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাথী আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাহমিনা মল্লিক ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মাননা পান জসিন্তা নকরেক সম্মাননা লাভ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com