প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
টাঙ্গাইলে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

টাঙ্গাইলে ৭৭তম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১০ডিসেম্বর) সকালে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা এক আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে। সকালে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানবাধিকারকর্মীরা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি রেলী বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় সংগঠনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, অত্র সংগঠনের উপদেষ্টা মনোয়ার হোসেন, বুলবুল আহমেদ, সংগঠনের সদস্য সচিব মামুনুর রহমান মামুন, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অত্র সংগঠনের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জুয়েল। মানববন্ধন শেষে একটি বিশাল রেলি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাংগাইল ক্লাবের সামনে এসে শেষ হয়। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল, তাই সেই স্মরণে প্রতি বছর এই দিনে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। এই বছরের (২০২৫) প্রতিপাদ্য বিষয় "মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য"।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com