প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
ঢাকা-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঝড়ল ২ জনের প্রাণ

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর জেলার বাসিন্দা ও ট্রাকচালক সোহেল এবং মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা আমিনুর। টাঙ্গাইল প্রতিনিধি ফরমান শেখ এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত.জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কান্দিলা এলাকায় মালবাহী একটি ট্রাক সামনে থাকা কাভার্ড ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দিলে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ট্রাকের সামনে অংশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাক চালক শেরপুরের শ্রীবরদীর সোহেল এবং তার সঙ্গে থাকা হাঁস-মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের বাসাইলের আমিনুর ভূইয়া।
এ ঘটনায় আরও একজন আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে প্রেরণ করা হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এদিকে দুর্ঘটনার ফলে পর মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন— খবর পেয়ে আহতকে ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com