প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
সখীপুরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা করেছে। ১৬ ডিসেম্বর সকাল থেকেই দিবসটি পালন উপলক্ষে কোকিলাপাবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও উপজেলা পরিষদ মাঠে ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ ছাড়া বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার শিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, ইদ্রিস শিকদার, আবদুল্লাহ মিয়া প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com