প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
মধুপুরে বিজয় দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর র্যালি ও দোয়া

মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মধুপুর শহর মুখরিত হয়ে ওঠে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় মধুপুর পৌরসভার সামনে থেকে বিশাল র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল কাদির, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালি ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com