প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 19, 2025 ইং
টাঙ্গাইলে দুইদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন

টাঙ্গাইলের ৮টি আসনে গত দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ প্রার্থী। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা স্বস্ব উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন সংগ্রহকারীদের মধ্যে ৪ জন বিএনপি, ৫ জন বাংলাদেশ জামায়ত ইসলামী, একজন জাতীয় পার্টি, ২জন বাংলাদেশ কংগ্রেস পার্টি ও ১০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রাথী মো. মোন্তাজ আলী, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী ও বিএনপির বহিষ্কৃত মো. আসাদুল ইসলাম। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. হোসনী মোবারক ও স্বতন্ত্র মো. শাহজাহান মিয়া। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াত ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহছান হাবিব, বাংলাদেশ কংগ্রেস পার্টির এ কে এম শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফা। টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, স্বতন্ত্র মো. আশরাফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী পনির মিয়া। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সিরাজ হায়দার খান ও সাইদুর রহমান। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আহম্মেদ আযম খান, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের শুরা সদস্য মো. শফিকুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এস.এম হাবিবুর রহমান।
টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ১৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com