প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
টাঙ্গাইলে ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াত ইসলাম

টাঙ্গাইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল সদর ও শহর শাখার উদ্যোগে নিরালামোড়ে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামের আমীর ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আহসা হাবিব মাসুদ।
টাঙ্গাইল শহর শাখা জামায়াতের আমির অধ্যক্ষ মিজানুর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির ইকবাল হোসেন বাদল, ইসলামি ছাত্র শিবির টাঙ্গাইল জেলার সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি আব্দুর রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com