প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
টাঙ্গাইলে চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মরণসভা

টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক সিনিয়রসহ সভাপতি ৭নং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক এর ১২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ এর সভাপতি রফিকুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৫ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, আগামী ১২ ফেব্রুয়ারী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই বাংলার মাটিতে হবে কোন ষড়যন্ত্রকারী এই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, কৃষকদল নেতা ভিপি শামীম, ছাত্রদল নেতা মিজানুর রহমান উজ্জল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রফিকুল ইসলাম ফারুক এর স্মৃতি চারণ করেন রফিকুল ইসলাম ফারুকের ছোট ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com