প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া পিএ নীট কম্পোজিট লিমিটেড এর এক শ্রমিক বাসে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাস যোগে শ্রমিকরা ভালুকা আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সৌখিন পরিবহনের চালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমিনুল ইসলাম নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক রেখে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন গুলো ছেড়ে দেয় শ্রমিকরা।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শুধু সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রাখা হয়েছে। ফজলে হাসান, ভালুকা থেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com