প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
ঘাটাইল প্রেস ক্লাবের দি-বার্ষিক সম্মেলন খান ফজলু সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলাদেশ শিক্ষক সমিতির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৬-২৭খ্রি. এর জন্য প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর ) ও নজরুল ইসলাম কে (দ্য বাংলাদেশ টু-ডে) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল) যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম ( দৈনিক সংগ্রাম), দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান ( দৈনিক তৃতীয় মাত্রা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ), কামরুজ্জামান সোয়েব ( দৈনিক আজকের বাংলা)। অন্যান্য সদস্যরা হলেন ইমরুল কায়েস রাজিব, ইন্তাজ আলী শফি, নটো কিশোর আদিত্য, সবুজ সরকার, রফিকুল ইসলাম,আল আমিন রহমান, সেলিম রেজা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com