
টাঙ্গাইলের লাল মাটির মধুপুর গড়াঞ্চলে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব বড় দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দ আমেজে উদযাপিত হয়েছে।
নির্বিগ্নে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বড় দিন উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় মধুপুর উপজেলার আড়নখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিষ্টানদের কেন্দ্রীয় মিশনারীতে খ্রিষ্টান ধর্মের ভক্ত অনুসারীদের অংশ গ্রহণের মাধ্যমে যীশু খ্রিষ্টের জন্মদিনের এ কেক কাটা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মিলে যীশু খ্রিষ্টের জন্মদিনের এ কেক কাটেন।
এ সময় এ ধর্ম পল্লীর আওতাধীন সকল খ্রিষ্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারীর আঙ্গিনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, আজ আমরা দেশ ও জাতির কল্যানে এবং আমরা যাতে সুন্দর ভাবে এ দেশটাকে গড়ে তুলতে পাড়ি তার জন্য বিশেষ প্রর্থনা করা হয়েছে। সবশেষে প্রশাসন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।