প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
নববর্ষে নববার্তা: যানজট মুক্ত থাকবে মধুপুর

বাণিজ্যিক শহর টাঙ্গাইলের মধুপুরকে আর যানজটের শহরে পরিণত হতে দেওয়া হবেনা। সম্পূর্ণ যানজটমুক্ত জনবান্ধব বাসস্ট্যান্ড হিসেবে পরিচিত করা হবে। ৩১ ডিসেম্বর বুধবার সকালে মধুপুর পৌরসভা মিলনায়তেন যানজট নিরসন করণ সভায় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে মধুপুর উপজলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এই নববার্তা দেন।
ওই সভায় উপজেলা প্রশাসন, পৌরপ্রশাসন, গণমাধ্যমকর্মী, বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সিএনজি, অটোরিক্সা মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মিলিতভাবে যানজটমুক্ত মধুপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মধুপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন, দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি অধ্যাপক জয়নাল আবেদীন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, যুগান্তর প্রতিনিধি এস এম শহীদ, আমার সংবাদের প্রতিনিধি আব্দুল হামিদ, মধুপুর শিল্প ও বণিক সমিতির যুগ্ম সম্পাদক হুরমুজ আলী, বাস মালিক সমিতির সাধারণ সম্পপাদক বাবুরাজ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথমে ওই সভায় মধুপুর পৌরশহরে যানজটের কারণগুলো চিহ্নিত করা হয়। পরবর্তীতে সমস্যা সমাধানে করণীয় বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক মধুপুর পৌরশহরে অটোরিক্সা লাল-সবুজ চিহ্নিত করা হবে। এরপর একদিন লাল ও পরেরদিন সবুজ রঙের অটোরিক্সা চালানোর সিদ্ধান্ত হয়। রাস্তার দুইপাশে ফুটপাতের আনারস, পেয়ারা সকলপ্রকার ফলের ও ভ্রাম্যমাণ দোকনসহ সকল প্রকার দোকন-পাট না রাখার সিদ্ধান্ত হয়। মার্কেটের সামনের জায়গা জনগণের জন্য উম্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়। ব্যরিকেড দিয়ে তৈরি করা মটরসাইকেল স্ট্যান্ড সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়। বাসস্ট্যান্ডে প্রতিটি গন্তব্যের সিএনজি ৫টার বেশি রাখা যাবেনা। মধুপুরের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে চালাচলে বিঘ্ন ঘটিয়ে মালামাল রাখা যাবেনা। দিনের বেলায় ট্রাক লোড আনলোড করা যাবেনা। বাসস্ট্যান্ডে দূরপাল্লার একটি বাস প্রবেশের সাথে সাথে সমানে থাকা বাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাস্তায় কোনপ্রকার যাত্রি উঠানামা করা যাবেনা। সকলে মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ব্যত্তয় ঘটলে যথাযথভাবে আইন প্রয়োগ করা হবে। এতে কোন শৈথিল্য থাকবেনা। এমনকি কোনপ্রকার সুপারিশ গ্রহণ করা হবেনা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com