প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
খালেদা জিয়ার অভাব দেশকে পূরণ করতে বেশ সময় লাগবে ... কাদের সিদ্দিকী

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। বুধবার বিকেলে মানিক মিয়া এ্যভিনিউতে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের মহিয়ষী নারী। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাঁর প্রয়াণে আমি ব্যাথিত। অসংখ্য মানুষ ব্যথিত মর্মাহত। মানুর্ষের জন্ম হলে মৃত্যু হবে। এই মৃত্যু সম্মানের মৃত্যু। আমি আল্লার কাছে প্রার্থনা করি তাকে যেন আল্লাহ বেহেস্তবাসী করেন। তার শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার শক্তি দিক। তার অভাব এ দেশকে পূরণ করতে বেস সময় লাগবে।
তিনি স্মৃতি চারণ করে বলেন, আমরা গরীব মানুষ আমাদের আবার স্মৃতি। জিয়াউর রহমান যখন মুক্তিযোদ্ধা ছিলেন আমিও ছিলাম। বারবার কথা হয়েছে। খালেদা জিয়ার সাথে আমার দেখা হয়েছে তার বাড়িতে। জিয়াউর রহমান যখন ডিপুটি সেনা প্রধান। অনেকবার তাদের বাড়িতে গেছি। আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে এমন কোন প্রোগ্রাম ছিলনা যেখানে জিয়াউর রহমান অংশ গ্রহণ করেন নাই। আজ আমি খালেদা জিয়ার জানাজায় আসতে পারছি এটা আমার সৌভাগ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com