প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক ও দ্য ডেইলি অবজার্ভার প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শাহীনকে সদস্য সচিব করে বৃহস্পতিবার (১ জানুয়ারি/২৬) চার সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক স্বজনের গৌরীপুর ব্যুরো প্রধান আলী হায়দার রবিন, আমার সংবাদের গৌরীপুর প্রতিনিধি হুমায়ুন কবীর। গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব। সভায় দৈনিক আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে প্রেস ক্লাবের সদস্য হিসাবে গ্রহণ ও প্রেস ক্লাবের নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বার্ষিক প্রতিবেদনে অংশ নেন গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি তিলক রায় টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান। এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ফারুক আহাম্মেদ, হুমায়ুন কবীর, আরিফ আহম্মেদ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com