প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
টাঙ্গাইলে আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামি ইয়ামিন গ্রেপ্তার

টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক (৩২) হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইয়ামিন (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাব সূত্র জানায়, ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাদী মো. আমির হোসেন (৪৮) এর সঙ্গে আসামিদের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এ কারণে বাদী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার দিন ২০২৫ সালের ৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মো. আমির হোসেন তার ভাই আব্দুর রাজ্জাক ও ভাতিজা নাজমুলকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা টাঙ্গাইল সদর থানার হাতিলা এলাকায় পৌঁছালে ইয়ামিনসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর আহত হন।
আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান।
এ ঘটনায় ২০২৫ সালের ৪ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় মামলা নম্বর-১৪ রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারাসহ ৩০২ ধারা সংযুক্ত করা হয়।
মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২০২৬ সালের ২ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় গাজীপুর জেলার পূবাইল থানার মীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যামামলার পলাতক আসামি ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com