প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
সখীপুরে প্রয়াত বরেণ্য ব্যক্তিদের কবর জিয়ারত করলেন সালাউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল বুধবার (৭ জানুয়ারি) উপজেলার প্রয়াত বরেণ্য ব্যক্তিদের কবর জিয়ারত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ সময় তিনি সখীপুরের প্রয়াত শেখ হায়েত আলী সরকার, আলহাজ্ব মুখতার আলী তালুকদার এবং সাবেক সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান প্রমুখ বরেণ্য ব্যক্তিদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের কবর জিয়ারত শেষে তিনি মরহুমদের আত্মার শান্তি কামনা এবং জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে তাদের উল্লখযোগ্য কর্মকান্ডের প্রশংসার সাথে স্মরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, ‘সখীপুরের উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন তাঁদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল ভালো কাজের জন্য সকীপুরবাসী সহ দেশ ও জাতি তাদেরকে স্মরণ রাখবে। ভবিষ্যতেও বাসাইল-সখীপুরের গুণী ব্যক্তিরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com