
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘাটাইল উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাদের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি রফিকুল ইসলাম মোহন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক,সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, আবু হান্নান,পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাদিক মাহমুদ টিটো।
উক্ত মতবিনিময় সভায় টাঙ্গাইল-৩,ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদকসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে উক্ত সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।