প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (১১ জানুয়ারি) সকালে উপজেলার রুহুলী গ্রামে আল ইনসাফ মানবিক সংগঠনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নাইম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কম্বল নিতে আসা নুরজাহান বেগম। তিনি জানান, শীতে মেলা কষ্ট করতাছিলাম। কম্বল পাইয়া খুব উপকার হইলো। একটু হইলেও কষ্ট কম হবো। আব্দুল গফুর জানান, কম্বল দেয়ার কথা শুইনাই এইখানে আইছি। গেরামে মেলা শীত। কম্বল পাইয়া মেলা ভালা লাগতাছে।
সংগঠনের সভাপতি তৌফিকুর রহমান বলেন, আল ইনসাফ একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেড় শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com