প্রিন্ট এর তারিখঃ Jan 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা-বাটাজোড় সড়কের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা আজিজুল মেম্বারবাড়ীর মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। আবু বকর সিদ্দিক ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেল যোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা নিহতের মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com