প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

স্টাফ রিপোর্টর : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল-নেকিবাড়ী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন এবং অপর এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল-নেকিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন জামালপুরের দিগপাইত এলাকার মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) এবং কাজল রেখার ছেলে শ্রাবণ (১৫) এবং ময়মনসিংহ সদর থানা এলাকার সূর্য’র স্ত্রী ফুলকুমারী (৩৫)। অপরদিকে আহতজন হলেন ময়মনসিংহের সদর থানা এলাকার বাসন্তী (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুরের দিগপাইতে যাত্রি নিয়ে মধুপুর হয়ে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিল। সিএনজি চালিত অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী মাহি এক্সপ্রেসের একটি সিএনজিকে চাপা দেয়। এই দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অটোরিক্সার আহত তিনজনের মধ্যে একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তীতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মারা যান। আহত বাসন্তী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং সিএনজি চালক পলাতক রয়েছেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল্লাহ জানান, দুর্ঘটনায় নিহতদের আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এদিকে সিএনজির চালক পলাতক রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com