প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
মধুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ওই আদালত ৬ জুলাই রোববার উপজেলার হাওদা বিলের পিরোজপুর অংশে অভিযান চালিয়ে ১৪টি জাল উদ্ধার করে ধ্বংস করেন
জানা যায়, দেশীয় প্রজাতির মাছের উৎস্যস্থল হাওদাবিলে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল দিয়ে মাছ নির্বংশ করা হচ্ছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এই আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া।
হাওদা বিলের বিভিন্ন স্থান থেকে জব্দ করা চায়না দুয়ারী জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া জানান, চায়না দুয়ারী জাল জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। খাল-বিল নদী নালা ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com