প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৩৯০ জন

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৯ হাজার ৮৯৭ জন অংশ নিয়েছিল। এদের পাশ করেছে ২৯ হাজার ২২১ জন। এদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে দ্ইু হাজার ৩৯০ জন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় ৩৮ হাজার ৫৫ জন অংশ নিয়েছিলো। এদের মধ্যে ৩৮ ২১ হাজার ৩৯ জন পরীক্ষার্থী পাশ করেছে। জেলায় পাশের হার ৫৩ দশমিক ৫৮। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ১৬৪ জন। জেলায় দাখিল পরীক্ষায় ছয় হাজার ৬২৪ জন অংশ নিয়ে চার হাজার ৪২৮ জন পাশ করেছে। পাশের হার ৬৭ দশমিক ৭০। অপরদিকে এসএসসি ভোকেশনালে পাঁচ হাজার ১৭০ জন পরীক্ষায় অংশ পাশ করেছে তিন হাজার ৭১৭ জন। পাশের হার ৭১ দশমিক নয়। জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন। দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৪৮ জন অংশ নিয়ে ৩৭ জন পাশ করেছে। কেউ জিপিএ ৫ পায়নি। পাশের হার ৭৫ দশমিক ১০। এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে টাঙ্গাইল সদর উপজেলার শিক্ষার্থীরা। এ উপজেলায় ৯৫৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। তবে পাশের হারের দিক দিয়ে ১২ উপজেলার মধ্যে ১১ তম স্থানে রয়েছে সদর উপজেলা। এ উপজেলায় আট হাজার ৮৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে চার হাজার ২০৫ জন পাশ করেছে। পাশের হার ৪৮ শতাংশ। ১২ উপজেলার মধ্যে পাশের হার বেশি মধুপুর উপজেলার। এ উপজেলা থেকে দ্ইু হাজার ৩৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৬৬৯ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩১৪ জন। এ উপজেলায় পাশের হার ৭৯ দশমিক ২৩। সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে দেলদুয়ার উপজেলায়। এ উপজেলায় দ্ইু হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯০ জন পাশ করেছে। পাশের হার ৪৪ দশমিক ৯৭। জিপিএ ৫ পেয়েছে ৫৩ জন। সবচেয়ে কম ৩৭ জন জিপিএ ৫ পেয়েছে বাসাইল উপজেলায়। এ উপজেলায় এক হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০৯ জন পাশ করেছে। পাশের হার ৫০ দশমিক ৩৪ ভাগ। এছাড়া সখিপুর উপজেলায় এক হাজার ৭৩২ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৮৬ জন পাশ করেছে। পাশের হার ৬২ দশমিক ৭০। জিপিএ ৫ পেয়েছে ৮৯ জন। মির্জাপুর উপজেরায় পাঁচ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে দ্ইু হাজার ৭৭৭ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন। পাশের হার ৫৪ দশমিক ৯৭। নাগরপুর উপজেলায় দুই হাজার ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৫৬৫ জন পাশ করেছে। পাশের হার ৬৩ দশমিক ৬৯। জিপিএ ৫ পেয়েছে ৭৮ জন। ভূঞাপুর উপজেলায় এক হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৯৯ জন পাশ করেছে। পাশের হার ৫৬ দশমিক ৪৭। জিপিএ ৫ পেয়েছে ৮২ জন। কালিহাতী উপজেলায় তিন হাজার ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৫২৭ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২০১ জন। পাশের হার ৬০ দশমিক ৮৯। ঘাটাইল উপজেলায় তিন হাজার ৬৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৭৭৫ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৮২। পাশের হার ৪৮ দশমিক ৪৬। গোপালপুর উপজেলায় দুই হাজার ৫৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ২৬১ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৮৬ জন। পাশের হার ৪৮ দশমিক ৭২। ধনবাড়ী উপজেলায় এক হাজার ৭৬২ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ২৭৬ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৬৩ জন। পাশের হার ৭২ দশমিক ৪১।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com