প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2025 ইং
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
    
মুক্তার হাসান, টাঙ্গাইল :
গুপ্ত  সংগঠন কর্তৃক ষড়যন্ত্রের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ্য পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। 
সোমবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে  জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রদলের নেতা কর্মীরা। 
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো: আব্দুল বাতেনসহ অন্যন্যরা। 
ছাত্রদলের নেতারা বলেন,  চিহ্নিত একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে এবং জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে  দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্র মূলক মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com