প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2025 ইং
সমাজসেবক আব্দুল হামিদ ভূঁইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের বিশিষ্ট সমাজ সেবক সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক প্রযুক্তি পরিবারের উদ্যোগে ১৩ জুলাই রোববার রাতে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে হামিদ ভুইয়ার জীবন আচরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক কাজী জাকিরুল মাওলা প্রমূখ।
দোয়া মাহফিলে সরকারি সাদত কলেজ করোটিয়ার সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, টাংগাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংস্কৃতিক কর্মী হারুণ অর রশিদসহ প্রেসক্লাবের অর্ধশতাধিক সংবাদকর্মী ও বিভিন্ন মহলের সুধীজন উপস্থিত ছিলেন।
তারা দোয়া মাহফিলে আগতদের অবগত করে বলেন, আব্দুল হামিদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সাপ্তাহিক প্রযুক্তির সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সাথে এস এস এস এর আওতায় বিভিন্ন কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া করার সমস্ত খরচ যুগিয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি মানব কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি সুস্থ হয়ে ফিরে এসে যেন আবার মানব কল্যাণে নিবেদিত হতে পারেন সেই প্রার্থনা করেন সকলেই।
উল্লেখ্য আব্দুল হামিদ ভূঁইয়া দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com